November 21, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

NJP : ক্ষমতার দখল নিয়ে ফের উত্তপ্ত এনজেপি এলাকা

শিলিগুড়ি , ১১ মে : ক্ষমতার দখল নিয়ে ফের উত্তপ্ত এনজেপি এলাকা । মাঝেমধ্যেই ছোটখাটো অশান্তির ঘটনা ঘটেই চলেছে নিউ জলপাইগুড়ি এলাকায় । বৃহস্পতিবার নতুন করে ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়ে গেল ভোট ছাড়াই ।
দীর্ঘদিন ধরেই এনজেপি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক মনোজ পাল নানান রকম চাপে হিমশিম খাচ্ছিলেন বলেই গুঞ্জন ছড়াচ্ছিল । মাঝে নিউ জলপাইগুড়ি এলাকার র‍্যাকের জন‍্য ট্রাকের পন্য পরিবহনের টিকিট নিয়েও নানান গুঞ্জন রটে। রোটে যায় ৪০ টি নতুন ট্রাকের টিকিট দেওয়া নিয়ে নানান তরফ থেকে চাপ আসে ট্রাক মালিক সংগঠনের ওপর । স্থানীয় জনপ্রতিনিধি থেকে শাসক দলের নেতা , ক্লাব , স্থানীয় যুবক সবাই টিকিটের দাবিদার ছিল এবং এই টিকিট নিয়ে নাকি মোটা টাকাও তুলে ফেলেছিল কয়েকজন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি এলাকায় । আর এই টিকিট দেওয়া নিয়েই চাপে পড়ে যায় ট‍্রাক মালিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিরা । ভাবনা চিন্তা করে করা হবে কাজ , তাই দেওয়া হয়নি কোন নতুন ট্রাককেই টিকিট । জানা গিয়েছে তাতেই অসন্তুষ্ট হন শাসক নেতারা । এরই মাঝে আজ আচমকা প্যারালাল সংগঠন তৈরি করে ফেলেন শাসক ঘনিষ্ঠ বেশ কয়েকজন। তবে গোটা বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ির ট্রেড ইউনিয়নের দায়িত্বে থাকা সুজয় সরকার বলেছেন , ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পালের কাজে খুশি নয় সকল মালিক ও চালকরা। অবিলম্বে সম্পাদকের পরিবর্তনের দাবি জানিয়ে ও দশরথ রায়কে নতুন সম্পাদক করার দাবি নিয়ে আজ উত্তপ্ত হয় এনজেপি চত্বর।শুধু তাই নয়, সিন্ডিগেট অফিস বন্ধ করে নতুন করে অস্থায়ী অফিস বানিয়ে কাজ শুরু করে মালিক ও চালকরা। এমন পরিস্থিতিতেই এলাকা উত্তপ্ত হলে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এনজেপি শাখার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুজয় সরকার উদ্যোগে একটি বৈঠকের মধ্য দিয়ে সমাধান সুত্র বের করা হয়। সভাপতি সুজয় সরকার জানান,, বর্তমানে এনজেপি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছেন তার কাজে খুশি নয় মালিক ও চালকেরা, তারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের দাবি চাইছিলেন। তবে সমাধান না হওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন চালক এবং ড্রাইভার সংগঠনের অনেকেই আর সেই কারণেই আজ উত্তপ্ত হয়েছিল এনজেপি । সুজয় বাবু বলেন, পরবর্তীতে যতদিন নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সম্পাদক যুক্ত না হয় ততদিন সাতজনের একটি কমিটি তৈরি করা হয়, এই নতুন কমিটি এনজেপি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বভার পালন করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *