শিলিগুড়ি , ১৬ জানুয়ারি : ফের নতুন চমক উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের | উদ্বোধনের আগেই সামনে এসেছে নতুন স্লিপার ভলভো বাসের প্রথম দৃশ্য | যা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে যাত্রীদের মধ্যে । আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই শিলিগুড়িকে হাব করে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছয়টি অত্যাধুনিক বাস ।
দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি থেকে কলকাতা ও অন্যান্য দূরপাল্লার রুটে আরামদায়ক রাতের বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা । সেই চাহিদিকে সামনে রেখেই প্রায় ১১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে এই ছয়টি স্লিপার ভলভো বাস কেনা হয়েছে । আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাসগুলিতে থাকছে আরামদায়ক স্লিপার বার্থ , উন্নত সাসপেনশন ও নিরাপত্তা ব্যবস্থা , যা দীর্ঘ যাত্রাকে করবে অনেকটাই স্বস্তির ।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন , আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকেই ভার্চুয়ালি এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করবেন। প্রশাসনিক অনুষ্ঠান কোচবিহারে হলেও , পরিষেবার পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে শিলিগুড়িকেই মূল কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। সংস্থার লক্ষ্য, এই শহরকে উত্তরবঙ্গের পরিবহন হাবে পরিণত করা।
উদ্বোধনের সময় কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলি রাখা থাকবে। সেখান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শিলিগুড়িকে ঘিরে পাহাড়, ডুয়ার্স ও উত্তরবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করবে এই স্লিপার ভলভো পরিষেবা । ফলে রাতের যাত্রায় সময় বাঁচার পাশাপাশি আরামের মাত্রাও বাড়বে বলে আশা ।

