May 19, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : শিক্ষা ব্যবস্থায় পেরেক ঠুকছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী : মহম্মদ সেলিম

শিলিগুড়ি , ২ জুন : পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকেই দোষারোপ করলেন মহম্মদ সেলিম |

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনেই রাজ্যের শিক্ষার কফিনে পেরেক ঠুকছেন। এমনভাবেই কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

শুক্রবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন মহম্মদ সেলিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নিয়োগ দূর্নীতি , একের পর এক বোমা উদ্ধার হওয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন । রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শুরু হয়েছে রাজভবন বনাম নবান্নের মধ্যে চাপানউতোর । যার জেরে দশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে । আর এই অচলাবস্থার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়কেই দায়ী করেন মহম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status