October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Crime : নেশার পাচারকারী কিং পিন মিস মেরি পুলিশের জালে

শিলিগুড়ি , ২১ অগাস্ট : ভক্তিনগর থানার পুলিশ , স্পেশাল অপারেশন টিমের সহায়তায় নেশার পাচারকারী কিং পিন কে গ্রেপ্তার করল পুলিশ | ভক্তিনগর থানার শালুগাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ | শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বড় আকারে ব্রাউন সুগার পাচারকারী মহিলা কিংপিন মেরি সোরেন এখন পুলিশের জালে |
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী , মেরি সোরেন প্রচুর পরিমান ব্রাউন সুগার পাচার করত | এমনকি শহরের সব ছোট মাদক কারবারীদের কাছে ব্রাউন সুগার সরবরাহ করত ।

গত বুধবার স্পেশাল অপারেশন টিম , ভক্তিনগর পুলিশ যৌথ অভিযানে ইস্টার্ন বাইপাস এলাকা থেকে ৪ কিলো ৮০২ গ্রাম ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করে ।

ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত তিন যুবককে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে | সেই সময় অভিযুক্তরা লেডি কিংপিন মেরি সোরেনের নাম বলেছিল ।
পাশাপাশি অভিযুক্ত যুবক প্রদীপ মুন্ডা এবং দুর্গা সোরেন জানায় , শুধুমাত্র মিস মেরি সোরেনের নির্দেশেই তারা দু’জনেই মালদার বাসিন্দা রসিজ শেখের কাছ থেকে ব্রাউন সুগার নিতে গিয়েছিল।


এরপর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগারের মূল পাচারকারী লেডি কিং পিন মিস মেরিকে সালুগাড়া থেকে গ্রেপ্তার করে । প্রাপ্ত তথ্য অনুসারে , মিস মেরি সোরেন দার্জিলিং জেলার খোগিওয়ারির বাসিন্দা । এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করার পর আজ অভিযুক্ত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *