October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Left Front : রাজ্যকে ধ্বংস করছে তৃনমূল : মহম্মদ সেলিম

শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : রাজ্যের শাসক দলকে একহাত নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে শিলিগুড়ি আসেন মহম্মদ সেলিম । আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি লিপস এন্ড বাউন্স প্রসঙ্গ টেনে বলেন , “এই যে তৃণমূল রাজ্যের সমাজ সংস্কৃতি , রাজনীতিকে ধ্বংস করছে | তাদের মূল উদ্দেশ্য অর্থনৈতিক ব্যবস্থাকে চুরমার করে দিচ্ছে | চুরি , চাকরি বিক্রি , কয়লা পাচার , গরু পাচার সেই নিয়ে রাজনীতি করছে । তার মূল স্রোত হচ্ছে এই লিপস এন্ড বাউন্স।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *