শিলিগুড়ি , ১৩ অগাষ্ট : মাটিগাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালপাড়া ৫ নং রাস্তায় দীর্ঘদিন থেকে নিকাশী নালা থেকে শুরু করে বেহাল রাস্তার সমস্যায় ভুগছিল এলাকার মানুষ। হালকা বৃষ্টিতেই হাঁটু জলে ঘরবন্দি সকলে। দীর্ঘদিন থেকে তাদের সমস্যার কথা পঞ্চায়েতকে জানালেও সমস্যার কোন সমাধান হয়নি। এরপর তারা মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস এর কাছে তাদের সমস্যার কথা জানায়। এই সমস্যা শোনা মাত্রই বিগত কয়েকদিন আগে কিছু সাফাই কর্মী দিয়ে প্রাথমিকভাবে সেই নিকাশী নালা পরিষ্কারের কাজ করা হয়।
এরপরেও সমস্যার সমাধান না হলে রবিবার সকালে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষের দ্বারস্থ হল এলাকাবাসীরা । এতেই তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে যান | প্রাথমিকভাবে সেই নিকাশী নালা পরিষ্কারের কাজ করা হয়। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন তাদের সমস্যার কথা জানালেও পঞ্চায়েতের দেখা মেলেনি |
যদিও এক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষ জানান ,বৃষ্টির কারণে প্রাথমিকভাবে কাজ করা হচ্ছে এবং পুজোর পরে এই রাস্তা এবং নিকাশী নালার কাজ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।