শিলিগুড়ি , ৩০ সেপ্টেম্বর : রাজস্ব ফাঁকি দিয়ে মদ বিক্রির চেষ্টা রুখল জলপাইগুড়ি আবগারি বিভাগ । বিশেষ অভিযানে বাজেয়াপ্ত প্রায় আট লক্ষ টাকার সিকিমের মদ ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি আবগারি বিভাগের ওসির নেতৃত্বে এই অভিযান চলে ।
গাড়িতে করে দার্জিলিংয়ের জোরবাংলোতে নিয়ে যাওয়া হচ্ছিল ওই বেআইনি মদ । গতকাল গভীর রাতে খবর আসে সিকিম নম্বরের একটি গাড়ি করে রাজস্ব ফাঁকি দিয়ে মদ বিক্রির চেষ্টা চলছে | ওই গাড়িতে করে মদ নিয়ে যাওয়া হচ্ছে জোর বাংলোতে । খবর পাওয়া মাত্রই অভিযান চালায় আবগারি বিভাগ । গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং মদ ।
তবে আবগারি বিভাগের অভিযানে খবর পেয়ে গাড়ি রেখে চালক পালিয়ে যায় । গাড়ির নম্বর প্লেট এবং চ্যাসিস নম্বর থেকে গাড়ির মালিকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করছে আবগারি বিভাগ ।