জলপাইগুড়ি , ১৮ ফেব্রুয়ারী : বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি আবগারি বিভাগের আধিকারিকরা । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুম স্টেশনের কাছে একটি যাত্রী বোঝাই গাড়ি তল্লাশি চালায় আবগারি বিভাগ । ওই গাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় চার লক্ষ টাকার বিভিন্ন রকম মদ । ১২০ টি কার্টন এ ভরা ছিল ওই সিকিমের মদ ।
রাজস্ব ফাঁকি দিয়ে ওই মদ পশ্চিমবঙ্গে বিক্রির ষড়যন্ত্র ছিল বলেই অনুমান আফগারি বিভাগের । জলপাইগুড়ি আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী গাড়িতে মাঝে মধ্যেই সিকিম থেকে মদ নিয়ে আসা হয় বেআইনিভাবে , তা বিক্রি করা হয় দার্জিলিং পার্বত্য এলাকায় ।
রবিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলে সাফল্য । মদ উদ্ধারের পাশাপাশি যাত্রীবাহী গাড়িটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি । পাশাপাশি উদ্ধার হওয়া মদ ভেজাল হতে পারে বলেও সন্দেহ আবগারি বিভাগের । যা স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে বলেই অনুমান আবগারি কর্তাদের । উদ্ধার হওয়া মদ পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। পাশাপাশি এই চক্রে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি আবগারি বিভাগ।
আবগারি বিভাগের অতিরিক্ত এক্সাইজ কমিশনার সুজিত দাস জানান,দীর্ঘদিন ধরেই একটি চক্র সিকিম থেকে পশ্চিমবঙ্গে মদ নিয়ে এসে বিক্রির কারবার চালাচ্ছে এই খবর মিলছিল রাবিবারের অভিযানে তা আরও পরিষ্কার হয়ে গেল । ঘটনা তদন্ত শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা |