শিলিগুড়ি , ১৩ মে : গ্যাংটক জেলার বোজোঘরির থার্ড মাইল এলাকায় গতকাল রাতে ধস নামে । পেট্রোল পাম্পের কাছে পাহাড় থেকে একটি বড় আকারের পাথর খসে পড়ে । পাথরটি সড়কের পাশে পার্ক করে রাখা একটি ট্যাক্সি ও একটি চার চাকর গাড়ির উপর গিয়ে পড়ে । এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে । ওই সময় গাড়িগুলিতে কেউ না থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।
স্থানীয় বাসিন্দারা জানান , এই অঞ্চলটি অতীতেও ভূমিধসপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল এবং সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে মাটি আরও দুর্বল হয়ে পড়েছে । তারা প্রশাসনের কাছে দ্রুত পাহাড়ের ঢাল সংরক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।
ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান । এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য আরও ধসের আশঙ্কায় যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আনা হয়েছে । প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে , ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দ্রুত জরিপ করা হবে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ।