December 12, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : সরকারি জমি দখলের অভিযোগ , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ৩০ মে : সরকারি জমি দখল করে অবৈধ নির্মানের অভিযোগ । দুই জমি মাফিয়াকে গ্রেপ্তার করল এবার এনজেপি থানার পুলিশ ।

শিলিগুড়ির জ্যোতিনগর কলোনীর লালবাবু শাহ ও দূর্গানগর ভোটপট্টির শুভঙ্কর মল্লিক ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অধিকারপল্লিতে একটি সরকারি জমি দখল করে অবৈধ নির্মানের কাজ শুরু করে বলে অভিযোগ । এই নিয়ে অভিযোগ দায়ের করেন এলাকার পঞ্চায়েত প্রধান নমিতা করাতি ।

সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এনজেপি থানার পুলিশ দুই জমি মাফিয়াকে গ্রেপ্তার করে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি আর্থ মুভার । মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *