December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : প্রেমের ফাঁদে ফাঁসিয়ে অপহরণের ছক ভেস্তে দিল মাটিগাড়া পুলিশ , গ্রেপ্তার মা ও ছেলে

শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কের আড়ালে অপহরণের ষড়যন্ত্র ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ । অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ ।

অপহৃত নাবালিকাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয় । এরপর পরিকল্পনা করে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে নাবালিকাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করে | এরপর অপহরণের নাটক সাজায় । পরিবারের কাছ থেকে ২০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয় । তবে শেষ পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ নাবালিকার অপহরণের ষড়যন্ত্রের ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে ।

অভিযুক্তরা হল অমন শর্মা এবং প্রীতি শর্মা। নাবালিকাকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে । গত ১৯ তারিখ মাটিগাড়া থানার অন্তর্গত এলাকা থেকে একাদশ শ্রেণির ছাত্রী টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি । তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর ২০ সেপ্টেম্বর মাটিগাড়া থানায় নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার খোঁজ শুরু করে।

তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যেখানে দেখা যায় নাবালিকা টিউশন থেকে বেরিয়ে একাই বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছে । এটি পুলিশকে প্রথম সূত্র হিসেবে সাহায্য করে । এরপর পুলিশ নাবালিকার ফোনের টাওয়ার লোকেশন শনাক্ত করে পুলিশ জানতে পারে যে নাবালিকা বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি হয়ে জয়পুরে পৌঁছেছে ।

সোমবার মাটিগাড়া থানার বিশেষ দল জয়পুর পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করে এবং অমন শর্মা ও তার মা প্রীতি শর্মাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে ।

পুলিশ ধৃত মা ও ছেলেকে জয়পুর থেকে ট্রানজিট রিমান্ডে আজ শিলিগুড়ি নিয়ে আসে । পুলিশ বিষয়টির তদন্ত করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *