Khabar Samay Bangla Blog ঘটনা Injured : বাসের পেছনে বাইকের ধাক্কা, আহত দুই
ঘটনা

Injured : বাসের পেছনে বাইকের ধাক্কা, আহত দুই

শিলিগুড়ি , ১৮ ডিসেম্বর : সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা । গুরুতর আহত বাইকের দুই আরোহী । বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের বলাইগছে । স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । ‌

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বলাইগছে কলেজ মোড়ে সব ধরনের বাসের স্টপেজ রয়েছে । আজ সকালে শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি অভিমুখী একটি সরকারি বাস কলেজ মোড়ে দাঁড়ায় । সে সময় পিছন পিছন আসা একটি বাইক সজোরে ওই বাসের পিছনে ধাক্কা মারে । ‌এতে বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন ।

তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ । দু’জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । বাইকের নম্বর WB74 AS6251 । বাস ও বাইক নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version