Khabar Samay Bangla Blog ঘটনা Injured : রেলওয়ে হাসপাতাল মোড়ে দুর্ঘটনা , প্রাণে বাঁচলেন সাইকেল আরোহী
ঘটনা

Injured : রেলওয়ে হাসপাতাল মোড়ে দুর্ঘটনা , প্রাণে বাঁচলেন সাইকেল আরোহী

শিলিগুড়ি , ১৬ জানুয়ারী : শিলিগুড়ি এনজেপি সংলগ্ন রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক সাইকেল আরোহী ।

বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল মোড় থেকে অম্বিকানগরের দিকে কাজের সূত্রে সাইকেল নিয়ে যাচ্ছিল জলপাইমোড়ের বাসিন্দা হিরন লাল কুমার | ঠিক সেই সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বড় গাড়ি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে | ঘটনার জেরে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সেই সাইকেল আরোহী এবং সাইকেলের ওপর চড়ে যায় গাড়িটি | ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সেই সাইকেলটি ।

অল্পের জন্য রক্ষা পায় সেই সাইকেল আরোহী । খবর পেয়ে আসে এনজেপি থানা ও ট্রাফিক পুলিশ । এরপর সেই ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয় এনজেপি থানায় । ঘটনার তদন্তে পুলিশ |

স্থানীয়দের অভিযোগ , প্রতিনিয়ত এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে । অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এক সাইকেল আরোহী । অবিলম্বে এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করতে হবে , না হলে এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে বলে তারা মত প্রকাশ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version