Khabar Samay Bangla Blog ঘটনা Investigation : পুলিশের অভিযানে উদ্ধার ৪৩ টি মোবাইল
ঘটনা

Investigation : পুলিশের অভিযানে উদ্ধার ৪৩ টি মোবাইল

শিলিগুড়ি , ২০ এপ্রিল : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে উদ্ধার হয় ৪৩ টি মোবাইল ।
এরপর প্রতিটি মোবাইলের আইএমইআই নম্বর থেকে প্রকৃত মালিকের খোঁজ করে প্রত্যেককে থানায় ডেকে তাদের হাতে তুলে দেওয়া হল উদ্ধার হওয়া মোবাইলগুলি ।

প্রধান নগর থানা এলাকাতে অনেকের মোবাইল ফোন চুরি হয়েছিল এবং হারিয়ে গিয়েছিল । বিভিন্ন সময় তদন্তে নেমে বেশ কিছু মোবাইল উদ্ধারের পাশাপাশি দুষ্কৃততীদের গ্রেপ্তার করেও প্রচুর মোবাইল ফোন উদ্ধার হয়েছিল । তেমনই ৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে সমস্ত তথ্য জোগাড় করে প্রকৃত মালিক কে ডেকে আজ প্রধাননগর থানার পুলিশ কর্মীরা তাদের হাতে তুলে দিলেন মোবাইল ফোনগুলি । হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ায় খুশি প্রত্যেকেই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version