Khabar Samay Bangla Blog জীবনধারা Puja : সাই রামের মন্দিরে ভক্তদের ভিড়
জীবনধারা

Puja : সাই রামের মন্দিরে ভক্তদের ভিড়

শিলিগুড়ি , ২০ এপ্রিল : হায়দারপাড়া ঘুগনিমোড় সংলগ্ন সাই রামের মন্দিরে ১৯ ও ২০ তারিখ সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সাই রামের জন্মজয়ন্তী।
হায়দারপাড়া ঘুগনিমোড় সংলগ্ন সাই রামের মন্দিরে এই দু’দিন ছিল ভক্তদের বিশাল ভিড় । পুজো পাঠ সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষের তরফে উদযাপন করা হয় এই দিনটি।

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে সাই রামের জন্ম কবে তা সঠিক কারও জানা নেই । সেই জন্য বিগত ১০ বছর ধরে হায়দারপাড়ার সাই রাম মন্দির কমিটি ১৯ এপ্রিল দিনটিকে সাই রামের জন্মজয়ন্তী হিসেবে পালন করে থাকে ।

বিগত বছর গুলির মত এ বছরও সাইরামের পুজো থেকে শুরু করে যজ্ঞ , নাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৯ তারিখ সাই রামের জন্ম জয়ন্তী হিসেবে পালন করা হয়। পাশাপাশি আজ অর্থাৎ ২০ তারিখ রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানের শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version