Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Puja : বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পথ অবরোধ
উত্তরবঙ্গ রাজনীতি

Puja : বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পথ অবরোধ

শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : সরস্বতী পুজো করতে হাইকোর্টের অনুমতির প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ । বুধবার শিলিগুড়ির হাসমিচকে সংগঠনের সদস্যরা পথ অবরোধ করেন , যার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি , পশ্চিমবঙ্গে বাঙালি সনাতনী হিন্দু সংস্কৃতি ক্রমাগত মৌলবাদী চক্রান্তের শিকার হচ্ছে । এর জেরেই এবার সরস্বতী পুজোর আয়োজন করতে হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে । সংগঠনের নেতৃত্বের বক্তব্য , “হিন্দুদের ধর্মীয় আচার পালনে আদালতের অনুমতি নিতে হবে অথচ অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে এমন বাধা নেই । এটি সুস্পষ্ট বৈষম্য।”

অবরোধের ফলে হাসমিচকের আশপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় | ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পরে শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটকও করা হয় । পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version