শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : রাত পোহালেই সরস্বতী পুজো , আর সেই সরস্বতী পুজোকে ঘিরে ইতিমধ্যেই শহর শিলিগুড়ি জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে জোড় প্রস্তুতি । একই ছবি উঠে এল শিলিগুড়ি কমার্স কলেজেও ।
এদিন কমার্স কলেজে সকাল থেকেই কলেজ পড়ুয়ারা সরস্বতী পুজোকে ঘিরে প্রস্তুতি শুরু করে দেয় । সন্ধ্যে নামতেই পড়ুয়ারা একত্রিত হয়ে মন্ডপ প্রাঙ্গণের সামনে মান্ডালা তৈরীর কাজে ব্যস্ত হয়ে পড়ে ।
গত বছরের মত এবছর ও শিলিগুড়ি কমার্স কলেজের বিশেষ আকর্ষণ “মান্ডালা”। মূলত হিন্দু শাস্ত্রের সাংস্কৃতিক দিককেই তুলে ধরা হবে এই মান্ডালার মধ্য দিয়ে। যে কারণে মান্ডালার সাথে সামঞ্জস্য বজায় রেখেই করা হচ্ছে মন্ডপসজ্জা ও প্রতিমাসজ্জা করা হচ্ছে । যা প্রত্যেক বারের মত এবছরও কমার্স কলেজের জন্য নজর কাড়তে চলেছে শহরবাসীর কাছে দাবি পড়ুয়াদের ।