September 13, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Siliguri : ভবঘুরেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা

শিলিগুড়ি , ২৪ এপ্রিল : স্নাতক পাস করে ১৫ বছরের ভবঘুরে কে চুল দাড়ি কেটে স্নান করিয়ে । চিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা নিউ বালক সংঘের।
নাম রাজু বিশ্বাস | শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের গণ্ডি পেরিয়ে স্নাতক ছেলে ১৫ বছর ধরে ভবঘুরে । বড় বড় চুল দাড়ি দীর্ঘদিন ধরে স্নান না করায় দেখা দিচ্ছিল শারীরিক সমস্যা ।


রাজুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা নিল নিউ বালক সংঘ ও শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি | ভবঘুরেকে চুল দাড়ি কেটে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পরবর্তীতে চিকিৎসা করে কাজের ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরেয়ে আনতে চায় নিউ বালক সংঘের সদস্যরা । একটা সময় এই রাজু এই ক্লাবেরই সদস্য ছিল।

দায়িত্বভার সামলে ছিল ক্লাবের। বালক সংঘের সদস্যদের এই ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *