June 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : বাড়িতে লোক না থাকার সুযোগে চুরি , পুলিশের ভূমিকায় প্রশ্ন

শিলিগুড়ি , ২২ মে : বাড়ছে শিলিগুড়িতে চুরির ঘটনা | শান্তিতে নেই শহরবাসী । শিলিগুড়ির মধ্য শান্তিনগর বউবাজার এলাকায় আবারও চুরি ।বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে প্রায় ৫ লাখ টাকার সোনা এবং নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালাল দুস্কৃতির দল ।

এটা নতুন নয় শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা | কিন্তু প্রশাসনের কোন ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন | আশিঘর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে | তবে দুস্কৃতিরা গ্রেপ্তার হচ্ছে না |

শান্তিনগর বউবাজার এলাকায় যে বাড়িতে চুরির ঘটনা ঘটে , তিনি সে সময় বাড়িতে ছিলেন না , বাজারে গিয়েছিলেন | বাড়ি ফিরে দেখেন সব কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে | মাথায় হাত সোনার জিনিস সমস্তটাই চুরি হয়ে গেছে । পাড়ার লোক জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *