শিলিগুড়ি , ১৭ এপ্রিল : বৈদ্যুতিক সংযোগ থাকলেও ছিল না পাখা ও লাইট । তীব্র দাবদাহে বৈদ্যুতিক পাখা , লাইট ছাড়াই ১ নম্বর ফুলবাড়ীর ইস্ট অম্বিকা নগর অঙ্গনওয়ারী স্কুলের ১১৫ জন ছোট পড়ুয়া পঠন পাঠন সারছিল ।
এই খবর জানার পর এগিয়ে এলেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম গোস্বামী। নিজের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সেন্টারের সমস্ত বৈদ্যুতিক ওয়ারিং সহ লাইট এবং ফ্যানের ব্যবস্থা করে দিলেন গৌতম গোস্বামী । সোমবার সেই সেন্টারে পৌঁছে নিজে এই ব্যবস্থা গ্রহন করলেন । তার এই প্রচেষ্টায় অবশেষে পড়ুয়াদের মাথার উপর ঘুরল বৈদ্যুতিক পাখা ,জ্বলল লাইট । খুশি পড়ুয়ারা |