শিলিগুড়ি , ৭ ফেব্রুয়ারী : রুবেলা ভ্যাকসিনেশনের সময় মত পূর্ণ করতে ব্যর্থ শিলিগুড়ি সাব ডিভিশন | এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করে কড়া বার্তা দেন মেয়র , জেলা শাসক স্কুল গুলোর সঙ্গে আলোচনার মধ্যে কিভাবে এই বাকি ৪ দিনের মধ্যে ভ্যাকসিন সম্পূর্ণ করা যায় তা দেখবার নির্দেশ দেন।
রুবেলা ভ্যাকসিন নিয়ে জরুরি বৈঠকে হয় স্থানীয় দীনবন্ধু মঞ্চে । শিলিগুড়ি পুরনিগমের অধীন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মেয়র জেলাশাসক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সামিল হন এই জরুরি বৈঠকে । আজকের এই বৈঠকের মূল বিষয় রুবেলা ভ্যাকসিনের সংখ্যা পার্শ্ববর্তী গ্রামগঞ্জের স্কুলের তুলনায় শহরের স্কুল গুলো অনেক পিছিয়ে । এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন মেয়র সহ জেলাশাসক ।
গৌতম দেব , স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান স্বাস্থ্য দপ্তর থেকে জানিয় দেওয়া হয়েছে আর তারিখ পরিবর্তন সম্ভব নয় । ১১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে নতুবা কড়া পদক্ষেপ নেওয়া হবে |