September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

NJP : হকারদের ওপর RPF এর অত্যাচারের অভিযোগ

শিলিগুড়ি , ৯ জুন : শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের হকারদের ওপর RPF এর অত্যাচারের অভিযোগ তুলে RPF পোস্ট ঘেরাও করে বিক্ষোভ অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের |


শুক্রবার , নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি মিছিল করে পোস্টের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্য সহ হকাররা । তাদের অভিযোগ , বেশ কিছুদিন ধরে রেলওয়ে প্রটেকশন ফোর্সের বেশ কিছু কর্মীরা হকারদের ওপর অত্যাচার করছে | কখনও তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে , কখনও সামগ্রী বিক্রি করতে দেওয়া হচ্ছে না । এমনি অভিযোগ তুলে এদিন তাদের এই বিক্ষোভ । সংগঠনের আরও অভিযোগ BJP নেতৃত্বদের নির্দেশে এই কাজ করছে RPF ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *