শিলিগুড়ি , ২৫ জুলাই : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির ব্লকের রায়পাড়ায় তক্ষক উদ্ধার ঘিরে উত্তেজনা | পরে স্থানীয়রা তক্ষকটিকে জালবন্দি করে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে টুকরিয়াঝাড় বনদপ্তর ।
তক্ষকটি ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল । তক্ষক দেখে আতঙ্ক ছড়ালে ভিড় জমান স্থানীয়রা । স্থানীয়দের চেষ্টায় তক্ষকটি উদ্ধার করা হয় । পরে বনদপ্তর তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার শোরগোল হতেই ভিড় ঘটনাস্থলে । অন্যদিকে ঘোষপুকুর বনদপ্তরের আধিকারিক সোনাম ভুটিয়া জানান , খবর পেয়ে তক্ষকটি উদ্ধার করা হয়েছে । তবে কোথা থেকে এল তা এখনও জানা সম্ভব হয়নি। চিকিৎসার পরে তাকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হবে সেটিকে । গ্রামের ভিতরে কিভাবে জঙ্গল থেকে তক্ষক বেরিয়ে আসে ঘটনার তদন্ত করছে বনদপ্তর ।