Khabar Samay Bangla Blog অপরাধ Crime : মাঝরাতে জড়ো হওয়া চার দুষ্কৃতি গ্রেপ্তার
অপরাধ

Crime : মাঝরাতে জড়ো হওয়া চার দুষ্কৃতি গ্রেপ্তার

শিলিগুড়ি , ১১ জুন : গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান নগর থানা পুলিশ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল | দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হয়েছে এক নম্বর ওয়ার্ড কুলি বস্তির মহানন্দা ব্রিজের নিচ থেকে ।

গতকাল রাত দুটো নাগাদ সেখানে জড়ো হয়েছিল প্রায় ১১ জন | তার মধ্যে ৬ জন পালিয়ে যায় | চার জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় প্রধাননগর থানার পুলিশ | চার জনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় । তাদের কাছ থেকে লোহার বেশ কিছু জিনিসও উদ্ধার হয় | ধৃতদের নাম মানিক সিংহ , চন্দন মোহন চৌধুরী , চন্দ্র দাস ও জগদীশ বর্মন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version