November 24, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Help : সন্তানের চিকিৎসায় আর্থিক সাহায্যের আবেদন

শিলিগুড়ি , ৮ এপ্রিল : শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া শরৎচন্দ্র পল্লী এলাকার বাসিন্দা সুমন রায়ের এক মাত্র পুত্র তোজো রায়। জন্ম হওয়ার পর থেকে সুমন রায়ের ছেলে বেশ সুস্থ্ সবল ছিল। হঠাৎ একদিন তার পরিবার লক্ষ করে তোজো শ্বাস কষ্ট হচ্ছে সেই জন্য অসুস্থ হয়ে পড়ছে। এরপর তাকে নিয়ে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে সেখান কার চিকিৎসকরা বলেন তোজোর শ্বাসকষ্ট রয়েছে।

তোজোর বর্তমান বয়স ৯ বছর সে শিলিগুড়ি একটি বেসরকারি স্কুলে এল কেজি তে পড়াশোনা করে। বেশ কয়েক মাস আগে সে হঠাৎ অসুস্থ হয়ে । এরপর তোজো কে নিয়ে শিলিগুড়ির জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা বলেন তোজোর গলার শ্বাস নালী বন্ধ হয়ে গেছে। তাকে বাইরে কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের কথা অনুসারে গত মাসের ১৯ তারিখে তোজোর পরিবার চেন্নাই নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তোজো কে পরীক্ষা নিরীক্ষা করে গত মাসের ২২ তারিখে গলায় জটিল অস্ত্রপচার করেন। সেই অস্ত্রপচারের রেস কাটতে না কাটতে আবার পুনরায় গত মাসের ৩১ তারিখে আবার অস্ত্রপচার করা হয়।

চিকিৎসকরা আবার ও পরীক্ষা করলে দেখতে পান এডিনা ভাইরাস ও ফুসফুসের রোগের আক্রান্ত হয়েছে। তবে রায় পরিবারের তোজোর কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। দুইটি জটিল অস্ত্রপচার করাতে প্রচুর টাকা খরচ হয়ে যায়। চিকিৎসকরা বলেছেন এখন তোজো কে সুস্থ্ করার জন্য অনেক টাকার প্রয়োজন। বর্তমানে তোজো পরিবারে যা পরিস্থিতি চিকিৎসা করার মতন অর্থ নেই। এদিকে তোজোর বাবা সুমন রায় একটি সামান্য টাকার কাজ করেন।

চিকিৎসকরা বলেছেন তোজোকে সুস্থ করে তুলতে প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন। এই অবস্থায় কিভাবে চিকিৎসা করাবেন সেই নিয়ে চিন্তা করেছে রায়‌ পরিবার।তাই রায় পরিবার চাইছেন তোজো কে চিকিৎসা করে সুস্থ করার জন্য শিলিগুড়ি শহরে মানুষের কাছে একটাই আবেদন তোজো জন্য সবাই একটু এগিয়ে এসে সাহায্য করুক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *