শিলিগুড়ি , ২৯ জুলাই : শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট , পি ডব্লিউ ডি-র বাস্তুকার , কমিশনার ও সচিব শিলিগুড়ি পুরনিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
রাজ্য সরকারের পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমকে। আগামী পাঁচ বছর সেই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পুরনিগমের ওপর । ফলে এই স্টেডিয়ামকে নতুন ভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি পুরনিগম। প্রথম ক্ষেত্রে নিজেরাই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেন। কিন্তু পরবর্তীতে বেশ কিছু সমস্যা দেখা দিলে PWD এর হাতে কাজটি হস্তান্তর করা হয়।
পি ডব্লিউ ডি স্টেডিয়াম এর হেলথ চেক আপ করে । কিভাবে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কোন কোন দিকে কি কি কাজ হবে সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে দিনের এই পরিদর্শন বলে জানা যায়।