শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : শিলিগুড়ি পুরনিগমের শোভা ঘরে আয়োজিত হল বছরের শেষ টক টু মেয়র কর্মসূচি। বছরের শেষ টক টু মেয়রে ফোন করে সাধারণ মানুষ মেয়র গৌতম দেবকে সাধুবাদ জানান এই কর্মসূচি করার জন্য। সাধারণ মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করে এদিন মেয়র বলেন , নতুন বছর থেকে সাধারণ মানুষদের জন্য “মানুষের কাছে চলো” নামে আরও একটি নতুন কর্মসূচি গ্রহণ করা হবে । যেখানে মেয়র খোদ পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরনিগমের অন্তর্গত সমস্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় যাবেন ও জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষদের যে সমস্যা রয়েছে তা শুনে তার সমাধান করবেন।
এছাড়াও নতুন বছরে আরও একাধিক নয়া পদক্ষেপ নেওয়ার কথা জানান মেয়র । পাশাপাশি এদিন মেয়র আরও বলেন , শহর শিলিগুড়ির সৌন্দর্যায়নের জন্য শহর জুড়ে প্রায় কয়েকশো গাছ লাগানো হয়েছে | সেই গাছ গুলোর রক্ষণাবেক্ষণের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি শুষ্ক আবহওয়ায় রাস্তায় প্রচুর পরিমাণে ধুলো ওড়ে সেই সমস্যা সমাধানে রাস্তা জল দিয়ে ধোয়ানোর জন্য বিশেষ ধরনের গাড়ির ব্যবস্থা করা হবে বলে জানালেন মেয়র।