শিলিগুড়ি , ২২ মার্চ : শিলিগুড়ি পুরনিগম এলাকায় ব্যবসায়িক সংগঠন থেকে শুরু করে শহর জুড়ে থাকা সমস্ত ধরনের হোর্ডিং , ব্যানার , অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার , দোকানের সাইনবোর্ড , সমস্ত কিছুতে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে । প্রথমে বাংলা ভাষা এবং তারপর যে কোন ভাষা থাকতে পারে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ।
যে বিজ্ঞপ্তিতে পরিষ্কার লেখা রয়েছে আগামী 14 /4/2025 থেকে গোটা শহর জুড়ে এই নিয়ম চালু হবে ।
আজ টকটু মেয়র অনুষ্ঠানে এক মহিলা মেয়র গৌতম দেব কে ফোন করে আবেদন জানান উত্তরবঙ্গ জুড়ে যেন এই নিয়ম চালু করা হয় ।
এদিকে শহর শিলিগুড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে লিখিতভাবে এই সময়সীমা বাড়ানোর আবেদন ও জানানো হয়েছে ।
এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন , উত্তরবঙ্গ জুড়ে এই নিয়ম চালু করার বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না । তবে ইতিমধ্যে ধুপগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শিলিগুড়িরে মেয়রের সঙ্গে কথা বলা হয়েছে । আশা করা যায় খুব শীঘ্রই ধুপগুড়ি পুরনিগমেও এই নিয়ম চালু হতে চলেছে ।
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ব্যবসায়ীরা যে সময়সীমা বাড়াতে বলেছেন সে বিষয়ে লিখিত কোন চিঠি এখনও পর্যন্ত মেয়রের কাছে এসে পৌঁছায়নি । তবে বিষয়টি মেয়রের কান পর্যন্ত পৌঁছছে |
তিনি পরিষ্কার জানিয়েছেন যদি সময় সীমা বাড়ানোর আবেদন কেউ করে থাকেন সে বিষয়ে লক্ষ্য রাখা হবে | প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে ।