December 9, 2025
Sevoke Road, Siliguri
বিদেশ

Flight : ভুটানের আকাশে নতুন অধ্যায় !

শিলিগুড়ি , ৯ ডিসেম্বর : গেলেফু বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান | ভুটানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে |

প্রথমবারের মতো গেলেফু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান ভরল আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান। বলা যায় আনুষ্ঠানিকভাবে খুলে গেল দেশের দক্ষিণাঞ্চলের আকাশপথের নতুন দিক ।

ড্রুকএয়ার পরিচালিত উদ্বোধনী গেলেফু–কলকাতা–গেলেফু আন্তর্জাতিক পরিষেবা আজ শুরু হল । এই উড়ান চালুর মাধ্যমে ভুটানের নতুন আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গেলেফুর উত্থান শুরু হল ।

আজ গেলেফুতে গিয়ে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিং টোবগে । তিনি জানান , এই নতুন সংযোগ কেবল আঞ্চলিক বিমান চলাচলই নয় , পর্যটন, বাণিজ্য ও সীমান্তবর্তী জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

দক্ষিণ ভুটানের জন্য এই উদ্যোগ ভবিষ্যতে আরও বহু অর্থনৈতিক সুযোগের দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *