শিলিগুড়ি , ২৪ অক্টোবর : গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।
গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে , মাটিগাড়ার খাপরাইল বাজার এলাকায় মজুত রয়েছে নিষিদ্ধ শব্দবাজি ।
এরপরেই ওই এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ। অভিযানে মেলে সাফল্য । এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিককে| অভিযুক্তের নাম ভরত কুমার।
মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ভরত কুমারের বাড়িতেই রয়েছে দোকান । আর তার বাড়িতেই মজুত ছিল ওই বেআইনি নিষিদ্ধ বাজি গুলি।
অভিযুক্ত ভরত কুমারের দোকানে অভিযান চালিয়ে কোন শব্দবাজি বা নিষিদ্ধ বাজি উদ্ধার না হলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বাজি।
উদ্ধার হওয়া বাজির বাজার মূল্য লক্ষাধিক টাকা।
অপরাধ
Police Raid : প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার
- by Soumi Chakraborty
- October 24, 2024
- 0 Comments
- Less than a minute
- 203 Views
- 5 months ago
