শিলিগুড়ি , ৪ জানুয়ারী : গাজলডোবায় নবনির্মিত ঝুলন্ত সেতুর উপর ডাম্পারে আগুন । চলন্ত ডাম্পারের কেবিনে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে । তবে চালক ও সহকারী চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বালি বোঝাই একটি ডাম্পার ওদলাবাড়ির দিক থেকে আমবাড়ীর দিকে আসছিল। ভোরের আলোর ঝুলন্ত সেতুতে উঠতেই ডাম্পারে আগুন ধরে যায়। তবে ভোরের আলোতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা না থাকায় ঝুলন্ত সেতুতে কাজের জন্য রাখা জলের ট্যাংকের জল দিয়ে আগুন নেভানো হয়।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন বাসিন্দারা । কি কারনে আগুন লাগল তা জানা না গেলেও শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা। ওই অগ্নিকাণ্ডের ফলে ঝুলন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে যায়। পরে ডাম্পার থেকে বালি আনলোড করে ডাম্পারটি সরিয়ে নিয়ে যাওয়া হয় । ঘটনার পর ভোরের আলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থার দাবি জোড়ালো হয়ে উঠেছে ।