September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : আগুনে পুড়ল লক্ষাধিক টাকার সামগ্রী

শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল বাড়ির নথিপত্র সহ একাধিক জিনিসপত্র । এদিন ভোর আনুমানিক ২ টা নাগাদ খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন প্রসাদু জোতের বাসিন্দা মানিক বর্মনের বাড়িতে আগুন লাগে ।
বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক । এরপর মানিক বাবুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতার জেরে নিমিষে বাড়ির ৩টি শোবার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় ১ লক্ষ টাকা ও নথিপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

সন্তানকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক বর্মন নিজেই । বর্তমানে তিনি নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । স্থানীয়দের অনুমান , সট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে । ঘটনার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা । তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *