October 11, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Panic : ডিএস কলোনিতে আগুন , ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার

শিলিগুড়ি , ৯ জানুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিএস কলোনিতে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রাত দুটো নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রথমে বাড়িতে আগুন লাগার আঁচ পেয়ে বাড়ির লোকজনই আগুন নেভানোর কাজে হাত দেন।


এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগকে । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল কর্মীরা সময় মত চলে আসাতে আগুন আর পাশাপাশি বাড়িতে ছড়িয়ে পড়েনি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও আগুনের গ্রাসে চলে যায় একটি বাড়ি | এর ফলে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার ।

মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশও । কিভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব । ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মেয়র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *