শিলিগুড়ি , ৩০ মার্চ : সারা ভারত জুড়ে উৎসবের মেজাজে আজ পালিত হল রাম নবমী মহোৎসব । শ্রী রাম চন্দ্রের জন্ম দিবস হিসেবে পালিত হয় এই বিশেষ দিন। রামনবমী উপলক্ষে এদিন শহর শিলিগুড়ি জুড়ে ভক্তদের মধ্যে ছিল উত্সাহ । শহর জুড়ে প্রায় ৮১ টি ট্যাবেলো বের করা হয় ।
প্রশাসন সূত্রে জানা যায় , শহরের মূল প্রধান রাস্তা যেমন , জংশন , এয়ারভিউ মোড় , সেবক রোড , পানিট্যাংকি হয়ে বিধান রোড আবার হাসমিচক হয়ে বর্ধমান রোড হয়ে হিন্দি হাই স্কুল চত্বরে শোভাযাত্রা শেষ হয় ।
অন্যদিকে শহরের ট্রাফিক পুলিশের তৎপরতায় যানজট মুক্ত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বিকেল পাঁচটা পর্যন্ত এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোভাযাত্রা বের হয় বলে জানা গিয়েছে ।