October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Injured : চা বাগানে চিতাবাঘের হামলায় জখম শ্রমিক

শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : ফের চা বাগানে বাঘের আতঙ্ক । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা কাছে তাইপু চা বাগানে । এদিন সকালে চা বাগানে পাতা তুলতে যান চা শ্রমিকরা | ঠিক ওই সময়েই একজন মহিলা শ্রমিকের ওপর চড়াও হয় চিতাবাঘটি ।

আচমকাই চিতাবাঘের হানায় জখম হন ওই মহিলা শ্রমিক | তার বাঁ হাতে থাবা বসায় বাঘটি । ঘটনায় খবর পেয়ে আসেন বাগডোগরা বন বিভাগের কর্মীরা। তড়িঘড়ি আহত ওই মহিলা চা শ্রমিককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ।

তবে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *