November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : হাতির তাণ্ডবে নাজেহাল কৃষকরা ফসল নিয়ে চিন্তিত

বানারহাট , ২৫ অক্টোবর : রাত হলেই বেশ কিছু মাস ধরে জলপাইগুড়ি জেলার বানারহাট এর বেশ কিছু এলাকায় চলছে হাতির তাণ্ডব । পাকা ধান ঘরে তোলার সময় এ ভোগান্তিতে ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা । এ অবস্থায় বুনো হাতির থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন কৃষকরা । কৃষকরা অভিযোগ করে জানান” মধ্য , শালবাড়ি , চানাডিপা উত্তর শালবাড়ি , রাভা বস্তি এলাকার ফসলি জমিতে খুট্টিমারি এবং তোতাপাড়া বনের বুনো হাতি প্রতি রাতে হানা দেয় ।

আমন পাকা ধান ও শীতকালীন সবজি খেতে হাতির দল এসে তা নষ্ট করে । ধান , সুপারি গাছ এমনকি কলা গাছ সহ বিভিন্ন গাছ উপড়ে ফেলে । এদিকে হাতি তাড়ানোর চেষ্টা করলে উল্টো মানুষকে ধাওয়া করে । সারাদিন কাজ করে আবার রাত জেগে ফসল পাহারা দিতে হয় । কৃষকরা বুনো হাতির হানায় ফসল জমিতে রাখতে পারছেন না । শীতের মধ্যে পাকা ধান রক্ষায় জমির পাশেই বাঁশ দিয়ে মাচা তৈরি করে পাহারা দেন কৃষকরা ।

সঙ্গে রাখেন প্লাস্টিক ও টিনের তৈরি ড্রাম । কিছুক্ষণ পর পর শব্দ করে যাতে হাতি জঙ্গলে ফিরে যায় |
কৃষক ফুলেশ্বর রায়ের ছেলে অনন্ত রায় জানান , ফসলি মাঠে বাঁশ দিয়ে ৩ ফুট উচ্চতা বিশিষ্ট মাচা তৈরি করে রাতে বসে থাকি হাতির তাড়ানোর জন্য। সোফিয়া রহমান বলেন , ‘হাতি আমাদের সব ফসল নষ্ট করে ফেলছে ।

ফসল কাটার আগে পর্যন্ত চলবে তাদের পাহারা দেওয়ার কাজ । তবে বুনো হাতির আক্রমণ ঠেকাতে এখনও পর্যন্ত বন কর্মীরা কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি করেন কৃষকদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *