December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Sikim : সিকিম বনধের জের উত্তরে

শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক দেয় সিকিম জয়েন্ট অ্যাক্শন কাউন্সিল । তার প্রভাব পড়ল উত্তরের পর্যটন শিল্পে।

শিলিগুড়ির SNT বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের । সন্ধ্যা ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছে বনধ সমর্থনকারীরা ।

পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হচ্ছেন। পর্যটকরা জানান , বনধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না | যার ফলে শিলিগুড়ি এসে তারা আটকে পড়েছেন। এর জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *