শিলিগুড়ি , ১৪ অক্টোবর : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের অনশন প্রায় ১৯৩ ঘন্টা পার করল । এবার অনশনরত আন্দোলনকারী অলোক বার্মার জায়গায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন ইএনটি বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি সন্দীপ মন্ডল ।
সোমবার সকাল থেকে তিনি অনশনরত আন্দোলনকারী শৌভিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনে যোগ দেন । অন্যদিকে , শৌভিক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে ।
এদিকে , এদিন সকাল থেকে রামকৃষ্ণ মিশনের চার প্রাক্তণ পড়ুয়া ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় ১২ ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসেন।