শিলিগুড়ি , ২১ এপ্রিল : কালিম্পং রওনা হওয়ার আগে শুক্রবার সকালে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ । চাকরি দূর্নীতি ইস্যু ছাড়াও একাধিক বিষয় নিয়ে সুর চড়ান দিলীপ বাবু | পাশাপাশি বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে অভিষেকের নব জোয়ার কর্মসূচি প্রসঙ্গে কটাক্ষ করলেন তিনি।
তিনি বলেন , নতুন করে গ্রাম দেখতে বেড়িয়েছেন। এভাবে নেতা তৈরি হয় না। একইসঙ্গে জাতীয় তকমা উঠে যাওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন , কোনও ভদ্রলোক বেঁচে আছেন ? দলটা আছে কিনা সেটাই দেখতে যাচ্ছেন।
এদিন সকালে তিনি কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন এ পৌঁছন । নিউ জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় একটি চা চক্র এ যোগ দেন। শেষে সোজা কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক শেষে আগামীকাল দার্জিলিং যাবেন তিনি।
তৃমণমূলের লোকেরাও সিবিআই দাবি করে। তিলজলা ইস্যুতে মন্তব্য করতে গিয়ে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তার কথায়, জেল থেকে শুরু করে থানা সবই এখন তৃণমূলের দলীয় কার্যালয়ে বদলে গিয়েছে।