শিলিগুড়ি , ১৫ অক্টোবর : আর জি করের ঘটনার প্রতিবাদে ১০ দফা দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন ও সিনিয়র চিকিৎসকের কর্মবিরতি ।
কর্মবিরতির জেরে ওষুধ পাচ্ছেন না মানসিক রোগীরা বলে অভিযোগ । মঙ্গলবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ও ওষুধ না পাওয়ায় হাসপাতালে সুপারের অফিসের ভাঙচুর চালায় ক্ষিপ্ত রোগী এবং তাদের পরিবারের সদস্যরা । এমনকি হাসপাতালে কর্মীর সঙ্গে হাতাহাতিতে ও জড়িয়ে পড়ে তারা । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে ।
সিনিয়র চিকিৎসকের ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে দু’দিন থেকে ওই বিভাগে কোনো চিকিৎসক আসছেন না , রোগী দেখছেন না । রোগীদের অভিযোগ এদিন দীর্ঘক্ষণ তারা বিভাগের বাইরে দাঁড়িয়ে ছিল কিন্তু তা সত্ত্বেও ওষুধ পাইনি তারা । ওষুধ না খেয়ে থাকলে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে তারা জানান । পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে সুপারের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ দেখায় ও সেখানে ভাঙচুর চালায় ।
খবর পেয়ে মেডিকেল আউটপোস্টের পুলিশ সেখানে পৌঁছে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে । ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ।