October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Demand : বস্তিবাসীদের দাবি আদায়ে রাস্তায় বসলেন বাম নেতৃত্ব

শিলিগুড়ি , ২১ ডিসেম্ববর : বস্তিবাসীদের দাবি আদায়ে এবার শিলিগুড়ি পুরনিগমের সামনে বসে বিক্ষোভে শামিল হলেন বাম নেতৃত্ব । খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর উপস্থিতিতে চলছে সেই অবস্থান । অশোক ভট্টাচার্য জানান , দাবি আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হলে আশ্বাস দেওয়া হচ্ছে শুধু। কিন্তু বাস্তবে তার কিছুই প্রতিফলিত হচ্ছে না।

শিলিগুড়ি পুরনিগম এলাকায় একাধিক বস্তি রয়েছে । সেই বস্তি এলাকার বাসিন্দাদের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি । এবার ফের পথে। বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরনিগম অভিযানে শামিল একাধিক বাম নেতৃত্ব । বৃহস্পতিবার দুপুরে অনিল বিশ্বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে পুরনিগম চত্বরে পৌঁছায়।

যদিও সেখানে যেতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মিছিলে অংশগ্রহণকারীদের । পুরনিগমের গেট আগলে থাকা পুলিশি ব্যারিকেডে বাধা পেতেই রাস্তায় বসে পড়েন তারা ৷ দাবি আদায়ের প্রসঙ্গ তুলে পুরনিগমের ভূমিকায় প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *