শিলিগুড়ি , ২২ মে : ক্যাশভ্যান কর্মীদের ওভারটাইমের বকেয়া প্রদানের দাবিতে বিক্ষোভ |
ওভার টাইম কাজের বকেয়া প্রাপ্য টাকার দাবিতে বিক্ষোভে সামিল কারেন্সি চেক হাউজের ক্যাশ ভ্যান কর্মীরা । শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের ইস্কন রোডে অবস্থিত বেসরকারি ব্যাঙ্কের কারেন্সি চেক হাউজের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন ক্যাশ ভ্যান কর্মীরা।
মূলত কারেন্সি চেক হাউজ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পৌঁছে দেওয়ার কাজ করে ক্যাশ ভ্যান কর্মীরা । তবে তাদেরকে ওভারটাইম কাজ করানোর পর টাকা না দেওয়ায় প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল ক্যাসভ্যান কর্মীরা । সোমবার এই আন্দোলনে সামিল হয়েছিলেন প্রায় ৬০ জন কর্মী । তাদের দাবী , ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিউটি করতে তাদের অনেক সময় বালুরঘাট , মালদা , কাটিহার, কোচবিহার বা আলিপুরদুয়ারে যেতে হয় ।
সেক্ষত্রে তাদের দৈনন্দিন ডিউটির সময়ের থেকেও বেশি সময় কাজ করতে হয় । সেই ক্ষেত্রে তাদের বকেয়া ওভারটাইমের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি । তাই এদিন তারা বকেয়া ওভারটাইমের প্রাপ্য টাকার দাবিতে বিক্ষোভে শামিল হয় । বিক্ষোভরত ক্যাশ ভ্যান কর্মীরা বলেন , গত দুই মাস থেকে তাদের ডিউটির অতিরিক্ত সময়ের বা ওভার টাইমের টাকা দেওয়া হচ্ছে না। যা বকেয়া পড়ে রয়েছে । কর্তৃপক্ষকে এই নিয়ে তারা লিখিত আকারেও জানিয়েছেন । কিন্তু কর্তৃপক্ষ এর কাছ থেকে সাড়া না পেয়ে আজ বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন।