November 21, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Rakhi : রাখির মধ্য দিয়ে আরজি কর কান্ডের বিচার চাইল চিকিৎসকরা

শিলিগুড়ি , ১৯ অগাস্ট : রাখির মধ্য দিয়ে আরজি কর কান্ডের বিচার চাইল চিকিৎসকরা ।

ভাতৃত্ব এর বন্ধনে আবদ্ধ করতে রাখি হাতে এবার পুলিশ মহল । এরই মাঝে বাড়ছে আন্দোলনের তীব্রতা | এমন আন্দোলনে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ রাজ্য সরকারের ।
সোমবার সমগ্র রাজ্য জুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব । তবে অন্যান্য বারের তুলনায় এবারে রাখিবন্ধন উৎসব ছিল বেশ কিছুটা ফিকে । রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি পুরসভা ও পুলিশ কমিশনারেট রাখি বন্ধন পালন করে ।

মূলত বর্তমান সময়ের কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে পুলিশকে নির্দেশ দেন রাখি বন্ধন উৎসব পালন করার । সেই মতো হাতে রাখি নিয়ে রাস্তায় নামতে দেখা যায় পুলিশ কমিশনার সি সুধাকরকে ।

এদিন পথ চলতি মানুষের কে নিজের হাতে রাখি পরান তিনি। পরবর্তী সোজা চলে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে । সেখানে রাখি বন্ধন উৎসব পালন করেন কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে । পরবর্তীতে তিনি জানান চিকিৎসক ও পুলিশের একটা নিবিড় সম্পর্ক রয়েছে , সে সম্পর্ক বজায় রাখতেই তাদের এই উদ্যোগ ।


হাসপাতাল সুপার চিকিৎসক চন্দন ঘোষ জানান , অভয়াদের জন্য মানববন্ধন করো এই বার্তার মধ্য দিয়ে রাখী বন্ধনে অভয়াদের নির্দিষ্ট বিচার চাওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *