November 24, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা রাজনীতি

Court : আদালতের রায়কে উপেক্ষা , দ্রুত ক্ষতিপূরণের দাবি

শিলিগুড়ি , ১৬ মে : বালি চাপা পড়ে মৃত্যু হয়েছিল তিন নাবালকের । গত ৬ মার্চ ঘটনাটি ঘটেছিল মাটিগাড়া বালাসন নদীতে । মৃত তিন নাবালকের নাম মনু চৌহান , শ্যামল চৌহান , রোহিত সাহানি । আহত হয়েছিল আকাশ সাহানি নামে এক নাবালক ও । এদের সকলের বাড়ি পাথরঘাটা অঞ্চলে ।

ঘটনার পরই গ্রীনটাইব্যুনাল এক্টে মামলা রুজু হলে ২৮ মার্চ মৃতদের ২০ লক্ষ ও আহতকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বালি ব্যাবসায়ীদের । কিন্তু দু’মাস পেরিয়ে গেলেও আজও মেলেনি ক্ষতিপূরণ । অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক , এই দাবি নিয়ে ৬ মে জেলা শাসককে চিঠি দেয় জেলা সিপিএম।

কিভাবে , আদালতের রায়কে অবমাননা করে ক্ষতিপূরন দেওয়া থেকে বিরত থাকছে তারা তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য । মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি দ্রুত মৃত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *