November 24, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bidhan Market : দোকানের সম্পূর্ণ মালিকানার দাবি

শিলিগুড়ি , ১৬ মে : শিলিগুড়ি বিধান মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের দোকান ঘরের সম্পূর্ণ মালিকানা তাদের দেওয়া হোক । এই দাবি তুলে তিন দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়ীরা।


মঙ্গলবার থেকে বিধান মার্কেট প্রাঙ্গনে এই অবস্থান-বিক্ষোভ শুরু হয় । মঙ্গলবার , বুধবার ও বৃহস্পতিবার তিনদিন ধরে সকাল ১১ টা থেকে ৩ টে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে ব্যবসায়ীরা। আজ থেকে সেই অবস্থান বিক্ষোভ শুরু হয় । ব্যবসায়ীদের অভিযোগ , যেই সময় এই বিধান মার্কেট তৈরি হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তদের এই মার্কেটে জায়গা দিয়েছিলেন । তারপর RR দপ্তরের হাতে চলে যায় এই মার্কেট ।

কিছু ব্যবসায়ীদের সেই সময় পাট্টা দিয়েছিল RR দপ্তর। পরে এই মার্কেটের দায়িত্বভার তুলে দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে । ব্যবসায়ীদের অভিযোগ বারবার এভাবে এই মার্কেট হস্তান্তর হচ্ছে | এতে ব্যবসায়ীদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সমস্ত দোকানের সম্পূর্ণ মালিকানার দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *