September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Border : নির্দেশ ছাড়া সীমান্তে বন্ধ হল টোটো চলাচল

শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : নির্দেশ ছাড়াই ভারত নেপাল সীমান্তে বন্ধ করা হয়েছে টোটো চলাচল । অবিলম্বে টোটো চলাচলের দাবিতে ধর্নায় বসল টোটো চালকরা । এদিন খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে পানিট্যাঙ্কি ই-রিক্সা ইউনিয়নের টোটো চালকরা ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন ।

চালকদের অভিযোগ , কোনো কারণ ছাড়াই টোটো আটকে দিচ্ছে এস‌এসবি । অবিলম্বে টোটো চলাচল স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলন নামা হবে বলে হুঁশিয়ারি দেন টোটো চালকরা।

তবে এস‌এসবি সূত্রে খবর , টোটোতে কোনো বৈধ নম্বর ও নথি না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *