November 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourism : প্যারাগ্লাইডিং বন্ধ হচ্ছে ২০ জুন থেকে

শিলিগুড়ি , ১৯ জুন : পাহাড়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা এখন পাহাড়ে এলেও করতে পারবেন না প্যারাগ্লাইডিং , রাফটিং এর মত অ্যাডভেঞ্চার ।
আগামী ২০ জুন থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত জিটিএ এলাকাতে সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টর গুলি বন্ধ করার ঘোষণা করল GTA এর পর্যটন দপ্তরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া শেরপা ।

পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে হাজার পর্যটক ভিড় করেন পাহাড়ে । তার সঙ্গে প‍্যারাগ্লাইডিং , রাফটিং এক অন‍্যতম অ্যাডভেঞ্চার । পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের কাছে বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দু প্যারাগ্লাইডিং, রাফটিং সহ পাহাড়ের অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি। কিন্তু আচমকা পাহাড়ের আবহাওয়ায় পরিবর্তন ঘটায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । লাগাতার বৃষ্টি চলছে পাহাড়ে | ইতিমধ্যে তিস্তা নদীর জল অনেকটাই বেড়েছে ।

এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তিন মাসের জন্য সমস্ত ধরনের GTA এলাকায় অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টর গুলিকে বন্ধের ঘোষণা করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পর্যটন দপ্তর ।

শনিবার দুপুরে পর্যটন দপ্তরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগের চিফ কো-অর্ডিনেটর দাওয়া শেরপা এমনটাই জানিয়েছেন । তিনি বলেন , প্রতি বছরই তিন মাসের জন্য এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেক্টর গুলি বন্ধ করা হয় । এবছরও পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *