September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Matigara Police : প্রাণে মারার হুমকি কলেজ ছাত্রকে

শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারত চীনের যুদ্ধের লিংক শেয়ার করার অভিযোগ | প্রাণে মারার হুমকি কলেজ ছাত্রকে । বাগডোগরা এলাকার একটি কলেজের whatsapp গ্রুপে ভারত চীন সংক্রান্ত একটি ভিডিও লিংক শেয়ার করে এক কলেজ পড়ুয়া বলে অভিযোগ | তার জন্য তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

শিবমন্দির এলাকার সেই যুবক তাদের কলেজের বন্ধুদের একটি whatsapp গ্রুপে ভারত চীন সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভিডিও লিংক শেয়ার করে বলে অভিযোগ | তারপর সেই যুবকের কাছে ফোন কল আসে এবং ফোন কলে তাকে রীতিমতো প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ | পাশাপাশি তাকে কলেজে আসলেই ক্ষতি করার কথাও বলা হয় বলে অভিযোগ । ওই যুবকের অভিযোগ তাকে তার মা-বাবা ও দেশ নিয়েও কটু কথা বলে কিছু যুবক | এরপরও তারা পাকিস্তানের সাপোর্টার বলেও জানায় । এ বিষয় নিয়ে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই যুবক । তবে কে বা কারা এই ধরনের অনৈতিক কাজ করছে তার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ । এই ঘটনার পর কলেজে আসতে আতঙ্কিত যুবক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *