January 16, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী পিতা !


শিলিগুড়ি , ১৬ জানুয়ারী : স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী হল পিতা । ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে । ভক্তিনগর থানার সমর নগর এলাকার ঘটনা ।

বৃহস্পতিবার সকালে ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে স্ত্রী এবং সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছে এক ব্যক্তি । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চমকে যায় পুলিশ । পড়ে রয়েছে স্ত্রীর দেহ ,পাশেই পড়ে রয়েছে সন্তানের দেহ ,আর ঝুলছে ওই ব্যক্তি । তড়িঘড়ি পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ।

দেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর কারণ জানিয়েছে ভক্তিনগর থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামল রায় তার স্ত্রী টুম্পা রায় এবং তাদের সন্তান পিন্টু রায় সমননগর এলাকার ওই বাড়িতে থাকতেন । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ঋনে জর্জরিত ছিল ওই পরিবার । আর তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল অশান্তি । কিন্তু কেন স্ত্রী আর সন্তানকে খুন করলেন ওই ব্যক্তি তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা ।

অনেকে বলছেন ঋণের ঝামেলা থেকে মুক্তি পেতেই পুরো পরিবার শেষ । পিন্টু রায় বয়স আনুমানিক ছয় বছর তাকেও শেষ করে দিল বাবা এই নিয়ে প্রতিবেশীরা আক্ষেপ প্রকাশ করে । এই ঘটনাটা কি নিছক পারিবারিক অশান্তি বা ঋণের কারণে নাকি অন্য কোন কারণ রয়েছে খতিয়ে দেখছে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *