December 14, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Child Death : মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশুর

মেখলিগঞ্জ , ২২ জুন : জলে ডুবে মৃত্যু হল এক শিশুর । ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরী গ্ৰামপঞ্চায়ের অন্তর্গত দানগাপাড়া এলাকায় । কয়েক জন শিশু জলশুয়া নদীতে মাছ ধরতে যায় | সে সময় আচমকা এক শিশু নদীর জলে তলিয়ে যায় । এরপর অন্য শিশুরা অনেক খোঁজাখুঁজি করার পর চিৎকার শুরু করে । এরপর নদীর পাশে থাকা কিছু মানুষ ছুটে আসে । পরে গ্ৰামবাসীরা মিলে শিশুটিকে নদীতে নেমে কয়েক ঘণ্টা পর উদ্ধার করে ।

জামালদহ গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে | মৃত শিশুর নাম চিওরঞ্জন বর্মন ,বয়স আনুমানিক তিন বছর । তার বাবা পেশায় দিনমজুর। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *